আলফাডাঙ্গায় নৌকাকে বিজয়ী করতে আ'লীগের আলোচনা সভা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল হাসানকে বিজয়ী করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ৪ নং কামারগ্রাম ও ৫ নং চান্দড়া ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখের সভাপতিত্বে ও গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. লুৎফর রহমান খান, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, ২ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী প্রমুখ।
সভায় বক্তারা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইনামুল হাসানকে বিজয়ী করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।