বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু |
মোঃরিফাত ইসলাম:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর রেলওয়ে স্টেশন এলাকায় গোপালগঞ্জ হতে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী(৪২) মৃত্যুবরণ করেন।
শুক্রবার সকাল ৯ টা ১০ মিনিটে রাজশাহী গামী এই ট্রেনের নিচে পড়ে ঐ নারীর মৃত্যু হয়।
পরবর্তীতে রাজবাড়ী জেলার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যাক্তির লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশ রাজবাড়ী রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।অসাবধানতার কারণে ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসার রাজশাহীগামী ট্রেনের নিচে চাপা পড়ে উক্ত নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।