সাজেকে পর্যটকবাহী লেগুনা উল্টে ৪জন গুরুতর আহত |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় পর্যটকবাহী তিন চাকার লেগুনা (চট্টমেট্রো-ক ০৫-০৯৮৩) উল্টে ৪ জন পর্যটক গুরুতর আহত হয়েছে। আহত পর্যটক সকলের বাড়ি চট্টগ্রাম বলে নিশ্চিত করে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ৮ জন পর্যটক নিয়ে বাঘাইহাট বাজার থেকে সাজেকের উদ্দেশ্য ছেড়ে গিয়ে মাচালং একুইজ্জাছড়ি এলাকায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ৪ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়। আহতদের মধ্যে ফাতেমাতুজ জোহরা (৩৮) ও সালাউদ্দিন (৪০) নামে দুজনের অবস্থা আশংকাজনক। দূর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় সেনাবাহিনী।
এদিকে সাজেক সড়কে এ ধরনের ৩ চাকার লেগুনা চলাচল নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম এর ফোনে বহুবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।