ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২

ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী

 

ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী
ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী

নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বলাৎকার করায় সময় আজাদ মোল্যা নামে এক স্কুল দপ্তরির পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলেছে এক প্রতিবন্ধী কিশোর।

 

রোববার (১৮ ডিসেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবু মোল্যা বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিকদের।  


স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ মোল্যা একই গ্রামের এক প্রতিবন্ধীকে বলাৎকার করে। এ সময় ওই প্রতিবন্ধী ক্ষেপে গিয়ে আজাদের পুরুষাঙ্গে কামড় দিয়ে অনেকটাই ছিড়ে ফেলে।তিনি গ্রামের জামাল মোল্যার ছেলে।


স্থানীয়রা আহত আজাদকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ওইদিনই তাকে ঢাকায় রেফার করা হয়।তবে এ ঘটনায় দপ্তরী আজাদের পরিবারের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, স্কুলের কর্মচারী আজাদ বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে বিদ্যালয়ের সাবেক সভাপতি জানিয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।সাংবাদিকদের এড়িয়ে যান।


বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান বলেন, আমি ঢাকায় আছি। তবে মোবাইল ফোনে ঘটনাটি শুনেছি আজাদ খারাপ কাজ করেছে।


ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবু মোল্যা আরো বলেন, আজাদকে আহত অবস্থায় ফরিদপুর আনা হয়েছিল, সেখান থেকে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে অপারেশন করা হয়েছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব মুঠোফোনে বলেন, এ ঘটনা শুনে রাতে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে, পুলিশের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত জানার পর আপনাদের জানানো যাবে।




Post Top Ad

Responsive Ads Here