ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পোল্ট্রি ফিডের আড়ালে চলছে জমজমাট পলিথিন ব্যবসা আর এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আটক করেছে ৫ জনকে। গতকাল রাতে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন পোল্ট্রি ফিড ব্যবসায়ী রাকিবুল তালুকদার, তামিম মোল্লা, শাহীন মাতুব্বর, মোঃ সুমন মুন্সী ও মনির শেখ।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন জানান, গত ৪ ডিসেম্বর রাত দশটার দিকে এক ট্রাক ড্রাইভার একটি মামলা করে নগরকান্দা থানায়। সেই মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে নগরকান্দা থানা পুলিশ নগরকান্দ থেকে রাকিবুল ও তার দুজন সহযোগীকে আটক করা হয় এরপর আটক করায় আরো দুজনকে। তাদের কাছে অভিযান চালিয়ে মোট ২১ বস্তা পলিথিন উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, মূলত ফিডের ব্যবসার কথা বলে তারা ঢাকার চকবাজার থেকে পলিথিন নিয়ে আসেন। পরে এসব পলিথিন ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় চক্রটি।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বাকি মালামাল উদ্ধারের চেষ্টাও চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।