সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন |
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান। এর আগে বিজয়ের ৫১ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা মডেল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। এরপর অনুষ্ঠিত হয় বিজয় র্যালি।
সকাল ১০ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।সাড়ে ১১টায় সালথা উপজেলা পরিষদের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা,উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা,সাধারন সম্পাদক আমিন খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েল,সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, উপ- প্রচার বিষয়ক সম্পাদক নাঈম মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।