রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী এলাকায় অসহায়দের শীতবস্ত্র বিতরণ |
মহুয়া জান্নাত মনি ,রাঙামাটি প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর কর্তৃক সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুঃস্থ প্রায় ১শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের এর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এইসময় রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন। পরে তিনি স্থানীয় হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন বলে জানান এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।