কলাপাড়ার জান্নাত আরা মিলি পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ জয়িতা |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ার জান্নাত আরা মিলি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছে ।
পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে এ স্বীকৃতি পুরষ্কার তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান মো.হাফিজুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম (পিপিএম) প্রমুখ। রবিবার দুপুরের দিকে শ্রেষ্ঠ জয়িতা পদক প্রাপ্ত জান্নাত আরা মিলি জয়িতা নির্বাচিত হওয়া সংক্রান্ত সকল তথ্যাদি গনমাধ্যমকে অবহিত করেন।
তথ্য সূত্রে জানা যায়, জান্নাত আরা মিলি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে হোমমেইড খাবার আইটেম নিয়ে কাজ করেন। এছাড়া তিনি হাতের তৈরি বিভিন্ন গহনা, বøগ, বাটিক ও নকশীকাঁথা নিয়ে কাজ করেন। হোম কিচেন ও মিলি বুটিক্স নামে তার একটা ফেসবুক পেইজ আছে যেটা তিনি তার ব্যাবসায়িক উদ্দেশ্য ব্যবহার করেন। জান্নাত আরা মিলি তার বিভিন্ন কাজের মধ্যে মুলত মানসম্মত হোমমেইড খাবার সরবরাহ করেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। তার তৈরি খাবার কলাপাড়া পৌর শহরের গন্ডি পেরিয়ে কুয়াকাটা, মহিপুর, আলীপুর, পটুয়াখালী জেলা শহর এমনকি বরিশাল পর্যন্ত পৌঁছে যায়।
শ্রেষ্ঠ জয়িতা জান্নাত আরা মিলি বলেন, এ সন্মাননা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বরিশাল বিসিক থেকে ফুড প্রসেসিং এর উপর তিনমাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমার ফেসবুক পেইজের ইনবক্স অথবা মোবা: ০১৬৪২৭১১৮৯৬ নম্বরে কল দিয়ে যেকোনো খাবার অর্ডার করলে আমি মানসম্মতভাবে তৈরি করে কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেই। হোমমেইড খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো: বিভিন্ন ধরনের পিঠা, চালের রুটি, রান্না করা মাংস, চাইনিজ খাবার ও বিভিন্ন ফ্রজেন আইটেম।