বোয়ালমারীতে শীতবস্ত্র বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

বোয়ালমারীতে শীতবস্ত্র বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা

বোয়ালমারীতে শীতবস্ত্র বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা
বোয়ালমারীতে শীতবস্ত্র বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা 


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত 'রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন' চার শতাধিক দরিদ্র লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। 


ফাউন্ডেশনটি সদ্য প্রকাশিত মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত ১৩ মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর মো. সামছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সজিবুজ্জামান সজিব। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Post Top Ad

Responsive Ads Here