শৈলকুপার শ্রীরামপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ০৯, ২০২২

শৈলকুপার শ্রীরামপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল !

শৈলকুপার শ্রীরামপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল !
শৈলকুপার শ্রীরামপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল !


ঝিনাইদহ প্রতিনিধিঃ

আদালতের নির্দেশ অমান্য করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মিন্টু বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা, গাছপালা কর্তন ও হামলার অভিযোগ উঠেছে। 


বুধবার (০৭ ডিসেম্বর) ভুক্তভোগী ব্যক্তির ঘর ভাঙচুর ও গাছপালা কাটা হয়। উপজেলার শ্রীরামপুর গ্রামের বলয় মন্ডলের নেতৃত্বে এ ভাঙচুর, গাছপালা কর্তন হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, জমি দখলের উদ্দেশ্যে গতকাল সকাল নয়টার দিকে করাত, শাবল, দা ও কুড়াল নিয়ে বলয় মন্ডলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মিন্টু বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় নারকেল, মেহগনিসহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। এতে বাঁধা দিলে বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।


এই বিষয়ে অভিযুক্ত বলয় মন্ডলের সাথে কথা বলে চাইলে তার ব্যবহারকৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ঘর ভাঙচুর ও গাছপালা কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here