কলাপাড়ায় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন গ্রেফতারের প্রতিবাদ |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ডিসেম্বর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এম মোশাররফ হোসেনকে বুধবার বিকেলের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের ভিতর থেকে আটক করে নয়াপল্টন থানা পুলিশ।
কেনদ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেনকে গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবী করে এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজ¦ী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী. মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারন সম্পাদক এ্যাড. শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানসহ সকল সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।