ছাদ বাগা‌নে সাফ‌ল্যের স্বপ্ন বুন‌ছেন সালথার ফুয়াদ চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

ছাদ বাগা‌নে সাফ‌ল্যের স্বপ্ন বুন‌ছেন সালথার ফুয়াদ চৌধুরী

ছাদ বাগা‌নে সাফ‌ল্যের স্বপ্ন বুন‌ছেন সালথার ফুয়াদ চৌধুরী
ছাদ বাগা‌নে সাফ‌ল্যের স্বপ্ন বুন‌ছেন সালথার ফুয়াদ চৌধুরী


সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

মানুষ অ‌নেক টাকা পয়শা খরচ ক‌রে শখ মেটা‌নোর জন্য, ত‌বে এই শ‌খের ব‌সে ছাদে বাগান ক‌রে সাফ‌ল্যের স্বপ্ন বুন‌ছেন ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সালথা সদ‌রের ঐ‌তিহ্যবাহী চৌধুরী প‌রিবা‌রের মৃত চৌধুরী নওয়াব আলী সি‌দ্দিকীর পুত্র আইয়ুব আলী সি‌দ্দিকী ফুয়াদ (৪৫)। সৌ‌খিন ফুয়াদ চৌধুরী প্রথ‌মে শখ থে‌কে গ‌ড়ে তু‌লে‌ছেন বড়সড় ছাদ বাগান।


প্রায় ৩ হাজার স্কয়ার ফিট জায়গা নি‌য়ে পাত্র বা টব ব্যবহার ক‌রে ছোট বড় বাল‌তি, ড্রাম, রং‌য়ের জার, মা‌টির টব, সি‌মে‌ন্টের বস্তা, গামলা, ফেলনা মোড়া, মা‌টির স্তুপ, চক‌লে‌টের জার দি‌য়ে প্রায় ৫০০ অ‌ধিক গাছ নি‌য়ে তৈরী ফুয়াদ মিয়ার ছাদ বাগান। দি‌নে ৫ থে‌কে ৬ ঘন্টা নি‌জের ছাদ বাগা‌নে সময় দেন ফুয়াদ মিয়া। বি‌শেষ ক‌রে প্রতি‌দিন এক‌ বা দু‌বেলা পা‌নি দি‌তে হয়। মটর দি‌য়ে টাংকি ভ‌রে সেখান থে‌কে পাই‌পের মাধ্যমে গা‌ছে নিয়‌মিত পা‌নি দেন তি‌নি।


ফুয়াদ মিয়ার ছাদ বাগা‌নে ফলজ গা‌ছের ম‌ধ্যে আ‌পেল, বড়ই, কমলা, লেবু, আম, জাম্বুরা, লিচু, আমড়া, পেয়ারা, কামরাঙ্গা, আনারস, ড্রাগন, ডা‌লিম, পে‌পে, জামরুল, ভেসজ এর ম‌ধ্যে এ্যালোভেরা, তুল‌সি, থানকু‌নি। মশলা জাতীর ম‌ধ্যে হলুদ, আদা, ম‌রিচ, ধ‌নে পাতা। র‌য়ে‌ছে শাক লাল শাক, পুই শাক, পালং শাক, ট‌মে‌টো, মি‌ষ্টি কুমড়া, গাজর, লাউ, বেগুন, ঢেড়স, সিম, বরব‌টি, শশা জাতীয় স‌ব্জি। ফু‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে গোলাপ ফুল, টাইম ফুল, মোরগ ফুল ইত্যাদি।


বর্তমা‌নে ফুয়াদ মিয়ার ছাদ বাগা‌নে, ক‌য়েক প্রকার কুল, পেয়ারা, ডা‌লিম, কামরাঙ্গা, বাতা‌বি লেবু, মাল্টা র‌য়ে‌ছে। এছাড়াও বেশ কিছু গা‌ছে নতুন ক‌রে আবার ফল আস‌তে শুরু ক‌রে‌ছে। তাছাড়া বেশ কিছু শাক স‌ব্জি সহ ক‌য়েক প্রকার ফল সংগ্রহ ক‌রে‌ছেন। মাত্র এক বছর বয়‌সের এই ছাদ বাগা‌নে ফুয়াদ মিয়া যে সাফল্য পে‌য়ে‌ছেন তা প্রশংস‌নিয়। গা‌ছের কলম ও বীজ থে‌কে তি‌নি এসব গাছ বড় ক‌রে‌ছেন।


সা‌বেক কাতার প্রবা‌সি চৌধুরী আইয়ুব আলী সি‌দ্দিকী ফুয়াদ সালথা সদর বাজা‌রে এক প‌রি‌চিত মুখ। এই বিষ‌য়ে তার সাথে কথা বল‌লে তি‌নি ব‌লেন, মুলত শখ থে‌কেই আ‌মি ছাদ বাগান গড়ে তু‌লি। বর্তমা‌নে আমার ছাদ বাগা‌নে প্রায় ৫০০ এর অ‌ধিক গাছ র‌য়ে‌ছে। শখ করে বাগান কর‌লেও আমার কা‌ছে ম‌নে হ‌চ্ছে এখান থে‌কে আ‌মি কিছু লাভবান হব। আমার অ‌নেক গা‌ছেই ফুল ও ফল ধ‌রে‌ছে। আ‌মি কিছু সংগ্রহ ক‌রে‌ছি, ছাদ বাগান করার পর এখান থে‌কে আমার প‌রিবা‌রের শাকস‌ব্জিও চা‌হিদাও মে‌টে। আপনারাও চেষ্টা ক‌রে দেখ‌তে পা‌রেন।


উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার (কৃ‌ষি‌বি‌দ) জীবাংশু দাস ব‌লেন, সালথা উপ‌জেলা ছাদ বাগা‌নে যা‌দের আগ্রহ আ‌ছে তা‌দের ম‌ধ্যে ফুয়াদ মিয়া অন্যতম। ছাদ বাগান এখন শুধু সৌখিনতা নয়, প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির পরিকল্পিত  ব্যবহারের মাধ্যমে  কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম অনুষঙ্গ ছাদ বাগান। ছাদ বাগানে নিরাপদ সবজি ও ফল উৎপাদনের মাধ্যমে  পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো যায় সহজেই।আমরা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে  ছাদ বাগানী ফুয়াদ চৌধুরীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি এবং একইসাথে অন্যান্যদেরকেও ছাদ বাগান করতে উদ্বুদ্ধ করছি।



Post Top Ad

Responsive Ads Here