ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস হয়েছে ‌।এ উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ফরিদপুর।


বুধবার ১৪ ডিসেম্বর  শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা। 


জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। 


দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর।  


পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় ফরিদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর।






মোঃরিফাত ইসলাম


Post Top Ad

Responsive Ads Here