ফরিদপুর প্রতিনিধি :
হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বর্ষিয়ান নেতা বিপুল ঘোষ। হৃদরোগ জনিত সমস্যায় তিনি মঙ্গলবার রাতে ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। হার্ট ফাউন্ডেশনের দায়িত্বরত চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন বর্তমানে হাসপাতালেই তিনি।
পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে, গত দুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন চতুর্থ বারের মতো আওয়ামী লীগের এই বর্ষিয়ান ত্যাগী নেতা। আর এই খবর ফরিদপুরে চাউর হওয়ার সাথে সাথেই তার বাসায় আসতে থাকে তৃণমূলের হাজার হাজার নেতা কর্মী। প্রতিটি নেতাকর্মীর সাথে সাক্ষাৎ কালীন সময়ে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। এই অতিরিক্ত চাপের কারণেই তার এমনটি হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। যে কারণে বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় বিশ্রামে থাকতে বলেছেন।
হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, সামনের কয়েকদিন হয়তো তাকে হাসপাতালে থাকতে হতে পারে। এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকা এবং জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চারবারের কেন্দ্রীয় কমিটির সদস্য আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত নেতা বিপুল ঘোষকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয় সোমবার। ওই দিন টিভির পর্দায় এই ঘোষণা দেখে দলে দলে ফরিদপুরের বিপুল ঘোষের বাসায় আসতে থাকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের এই পরীক্ষিত নেতাকে দলের সভানেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করাই সকলে সভানেত্রীকে অশেষ ধন্যবাদ জানান। এ সময় নেতাকর্মীরা ফুলের তোরা দিয়ে অভিবাদন জানান বিপুল ঘোষকে।
এদিকে বিপুল ঘোষ কে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ৩ নং সদস্য নির্বাচিত করায় ফরিদপুর এখন আনন্দের জোয়ারে ভাসছে। এতে আওয়ামী লীগের ত্যাগি পরীক্ষিত তৃণমূলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত প্রকাশ করেছেন। তাদের ভিতর অনেকটাই চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। তারা দলের সভানেত্রীর কাছে দলের পরীক্ষিত দুর্দিনের এইসব নেতাদের মূল্যায়নের দাবি পূরণ করায় তারা সভানেত্রীর ভূয়সি প্রশংসা করেন। এ ধারা দলের সভানেত্রী অব্যাহত রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন এখন থেকে।