বিশ্বকাপ নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় অটোরিকশা চালকের মৃত্যু |
মাগুড়া প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলায় গ্রামে প্রতিপক্ষের হামলায় জনাব আলী নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকাকাঞ্চনপুর গ্রামে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত জনাব আলী পাকাকাঞ্চনপুর গ্রামে গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ১৫ দিন আগে পাকাকাঞ্চনপুর গ্রামে অটোরিকশাচালক জনাব আলীর সঙ্গে পাশের গ্রাম কাঞ্চনপুরের সরোয়ার ফকিরের ছেলে মিজানুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে জনাব আলী স্থানীয় ইছাখাদা বাজার থেকে নিজের অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে মিজানুর রহমান ও তার সঙ্গীরা জনাব আলীর পথরোধ করেন। এ সময় তারা তাকে অটোরিকশা থেকে নামিয়ে রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।