ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক শামীম পেলেন আইজি ব্যাজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০৫, ২০২৩

ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক শামীম পেলেন আইজি ব্যাজ

 


সঞ্জিব দাস :  

দুঃসাহসিক এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবারের পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেয়েছেন কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ শামীম হাসান। 



গতকাল বৃহস্পতিবার "ভালো কাজের পুরস্কার হিসেবে" 'পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ বা আইজি ব্যাজ অর্জন করেন মোঃ শামীম হাসান। এর আগেও তিনি ফরিদপুরের সেরা উপ পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলেন জেলা পুলিশের কাছ থেকে।


তিনি ২০২২ সালে ক্লূলেস ছিনতাই, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১০ লক্ষ টাকা চুরি, একজন মৃত সরকারি কর্মকর্তার ২০ লক্ষ টাকা চুরির মামলার রহস্য উন্মোচন সহ নানা ঘটনার সুষ্ঠু তদন্তে ভূমিকা রাখায় তাকে এই আইজি ব্যাজ প্রদান করা হয়। 


উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরের রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 


২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হলো। 


গত ৩ জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন।


ওই অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকার প্রধান। 


নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।


Post Top Ad

Responsive Ads Here