জয়পুুরহাটে বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০২, ২০২৩

জয়পুুরহাটে বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জয়পুুরহাটে বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
জয়পুুরহাটে বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ রা জানুয়ারি) সকালে শহরের সরকারী রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বই এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।


এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও জেলা আ"লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।


অনুষ্ঠানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী তার বক্তব্যে বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উদাহরণ তৈরি করতে পেরেছে আওয়ামী সরকার।


বিশ্বের অন্য কোনও দেশে একযোগে বছরের প্রথম দিনেই একসঙ্গে এত বই বিতরণ করতে পারেনি। তিনি আরো বলেন, একমাত্র শিক্ষাই পারে একটা দেশের পরিবর্তন করতে, দেশের ভাগ্য পরিবর্তন করতে। তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। তার এই সুফল আজকের বিনামূল্যে বই বিতরণ উৎসব।




Post Top Ad

Responsive Ads Here