কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ,হতাহত অসংখ্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০১, ২০২৩

কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ,হতাহত অসংখ্য

কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ,হতাহত অসংখ্য
কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ,হতাহত অসংখ্য


আন্তর্জাতিক ডেস্ক/সময় সংবাদ:

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর।


রোববার (১ জানুয়ারি) ভোর ৮টার দিকে ওই বিমানবন্দরের বাইরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি বলেন, ‘আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।’  


যদিও তিনি বিস্ফোরণের ধরণ বা কারণ উল্লেখ করেননি। বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।


বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকা সিল করে দিয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান আব্দুল নাফি। 


বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক বিমানঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। 


এদিকে অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, কাবুলের এই বিস্ফোরণে ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি তালেবান কর্তৃপক্ষ।




Post Top Ad

Responsive Ads Here