ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাইকের ধাক্কা, নিথর দুই কলেজছাত্র |
গাজিপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউপির ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা শাকিল হোসেন। তারা গাজীপুর বিজিএমইএ কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে শ্রীপুর উপজেলার ডুমনী পাগলা ব্রিজের দিকে যাচ্ছিলেন শাকিল ও সিয়াম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।