সর্দি-কাশির সমস্যা কিছুতেই কমছে না? করনীয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

সর্দি-কাশির সমস্যা কিছুতেই কমছে না? করনীয়

 

সর্দি-কাশির সমস্যা কিছুতেই কমছে না? করনীয়
সর্দি-কাশির সমস্যা কিছুতেই কমছে না? করনীয়


স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক/সময় সংবাদ:


শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় খুসখুসে কাশি। বার বার জ্বর অনুভব হয়। সঙ্গে সর্দি, হাঁচি, কাশি তো আছেই। ঠান্ডা লাগা ছোঁয়াচে নয়। কিন্তু বাড়ির এক জনের হলে বাকিদেরও ভোগান্তি শুরু হয়ে যায়। 


আশপাশে সবার মুখে শুধু জ্বর, সর্দিকাশির গল্প। তার উপর চিনের করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে। আবার করোনা হানা দিতে চলেছে কি না, তা নিয়েও আশঙ্কা বাড়ছে। ঠান্ডা লাগলেই অনেকেরই মনে হচ্ছে করোনা হলো না তো!গলাব্যথা, নাকবন্ধ, হালকা জ্বরে অনেকেই ভুগছেন। চিকিৎসকরা করোনা নিয়ে আতঙ্কিত হতে বারণ করছেন।


ঠান্ডা লেগেছে মানেই তা করোনা, ব্যাপারটি এমন নয়। সব জ্বর, কাশির কারণ কোভিড নয়। তেমনই ঠান্ডা লাগলেও তা গুরুত্ব না দেওয়ার কোনো মানেই নেই। ঠান্ডা লাগা এড়িয়ে যাওয়া মানেই আরো বেশি করে সমস্যাকে ডেকে আনা। তাই কোনো কারণে ঠান্ডা লাগলে এবং উপসর্গ দেখা দিতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়। তাই সবার আগে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিন। তার জন্য ভরসা রাখতে পারেন ঘরোয়া একটি পানীয়ের উপর। 

কীভাবে বানাবেন সেই পানীয়?


একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিন। তাতে আধ কাপ পরিমাণ আদা গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন। জ্বর জ্বর ভাব এলে সারা দিন এই পানীয়টি একটু একটু করে খেতে থাকুন। দ্রুত চাঙ্গা হয়ে উঠবেন। ঠান্ডা লাগা কমানো ছাড়াও এই পানীয় হজম ক্ষমতা বাড়াতেও দারুণ সাহায্য করে। শীতকালে সুস্থ থাকতে আপনার সঙ্গী হতে পারে এই পানীয়।


সূত্র: আনন্দবাজার

Post Top Ad

Responsive Ads Here