আক্কেলপুরে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩

আক্কেলপুরে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে

 

আক্কেলপুরে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে
আক্কেলপুরে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা ২২ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছাড়ার পর প্ল্যাটফর্মের কাছেই ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এই ঘটনা ঘটে।


এতে সান্তাহার, আহসানগঞ্জ, আব্দুলপুর, রাজশাহীগামী ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ট্রেনটি রেলস্টেশনের এক নম্বর লাইনে অবস্থান করছে। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।


আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের কার্যালয় সূত্র ও ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এরপর ৪ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্ল্যাটর্ফমের কিছুদূর গিয়ে ট্রেনটি আবারো প্ল্যাটর্ফমে ফিরে আসে।


বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকজন যাত্রীরা বলেন, জরুরি কাজে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর থেকেই কেমন করছিল। আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ছাড়ার পর প্ল্যাটর্ফম অতিক্রম না করতেই ট্রেনটি আটকে যায়।


আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ১০টা ২৮ মিনিটে ট্রেনটি প্ল্যাটর্ফমে ফিরে আসে। ইঞ্জিন এখনো সচল হয়নি।


জয়পুরহাট রেলওয়ে স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। ২০ মিনিট পর আক্কেলপুর স্টেশনে পৌঁছে। কিন্তু আজ দেরি করেছে। বিকল্প ইঞ্জিন আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর ট্রেনটি আবার যাত্রা করবে।


Post Top Ad

Responsive Ads Here