প্রধানমন্ত্রীর অবদানের ফসল দেশের শিক্ষিতের হার প্রায় ৭৫ শতাংশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০১, ২০২৩

প্রধানমন্ত্রীর অবদানের ফসল দেশের শিক্ষিতের হার প্রায় ৭৫ শতাংশ

প্রধানমন্ত্রীর অবদানের ফসল দেশের শিক্ষিতের হার প্রায় ৭৫ শতাংশ
প্রধানমন্ত্রীর অবদানের ফসল দেশের শিক্ষিতের হার প্রায় ৭৫ শতাংশ 


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীতে উৎসবের মাধ্যমে বেলুন- ফেস্টুন ও পায়রা উড়িয়ে পাঠ্যপুস্তক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। বছরের প্রথম দিনেই বই হাতে পেল শিক্ষার্থীরা। 


আজ রোববার বেলা সাড়ে ১১টায় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

 

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৌভাগ্যবান উলে­খ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক খায়রুজ্জামান লিটন বলেন, যারা দেশ ও জাতি গড়বে আগামী দিনে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে দেশের কাছে বোঝা হয়ে যাবে তারা। তারা যাতে সম্পদ হয়, দেশের জন্য আশির্বাদ হয়, সেকারণে তাদের হাতে সময় মতো বই পৌছে দেয়া হচ্ছে। দেশে প্রায় ৭৫ শতাংশ শিক্ষিতের হার। আমরা অপেক্ষায় তাকিয়ে আছি সেই দিকে যেদিন শতভাগ শিক্ষিত জাতিতে পরিণত হবো আমরা।


দেশের উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, দেশের সকল গ্রামে, পাহাড়ে, চড়ে, দ্বিপ সহ সর্বত্র বিদ্যুত পৌছে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। শতভাগ বিদ্যুতায়িত দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ। এটি আমাদের একটা গর্ব। আমরা আজ খাদ্যে স্বয়ংসম্প‚র্ণ। স¤প্রতি দেশে প্রথমবারের মতো মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ধনী বিশ্বের কাতের পৌছে যাবে বাংলাদেশ। রাজশাহীতে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আসা হচ্ছে। 


ইতোমধ্যে হলিক্রস স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু করেছে। নটরডেম সহ অন্যান্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান আসলে শিক্ষাক্ষেত্রে রাজশাহী আরো এগিয়ে যাবে।


প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ২০১২ সালে দেশ বর্তমানের মতো এতো উন্নয়ন ছিল না। ওই সময়ে সারাদেশে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাহসী পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সারাদেশে ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৫ কোটি বই বিনাম‚ল্যে তুলে দিচ্ছে। 


নাগরিকদের কল্যাণে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতেই প্রধানমন্ত্রীর এই বিনিয়োগ।


অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মইনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহবুবুর রহমান শাহ, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মোঃ সাইফুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। 


অপরদিকে জেলার চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকুরুল ইসলাম ও ইউএনও সৈহরব হোসেন স্থানীয় শিক্ষার্থীদেও মাঝে নতুন বই বিতরণ করেছেন। একইভাবে পবা, মোহনপুর, গোদাগাড়ী, তানোর, বাঘমারা, দূর্গাপুর, পুঠিয়া ও বাঘা উপজেলায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  



Post Top Ad

Responsive Ads Here