চরফ্যাশনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অটোরিকশাচালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩

চরফ্যাশনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অটোরিকশাচালক নিহত

চরফ্যাশনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অটোরিকশাচালক নিহত
চরফ্যাশনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অটোরিকশাচালক নিহত


ভোলা সংবাদাতা:

ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রিয়াজ (২৭) নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিআর ডিবি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।


নিহত অটোরিকশাচালক রিয়াজ উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরফ্যাশন সদর থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড  বিআর ডিবি সংলগ্ন  মূল সড়কে একটি ট্রাক ব্রেক করে। এসময় অটোরিকশাটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে রিয়াজ নামের অটোরিক্সা চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  


চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here