ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা




রিদপুর প্রতিনিধি : 


ফরিদপুরের তিন শতাংশ জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার হওয়া ওই নারীর নাম নাজমা বেগম। তিনি ওই এলাকার মরিশাসে থাকা রবিউল ইসলাম আদুর স্ত্রী। 

আহত নাজমা বেগম জানান, শনিবার বিকেল চারটার দিকে আমার রান্নাঘরের বেড়া কাজ করছিলাম। এ সময়‌ এলাকার প্রভাবশালী আক্কাচ শেখ তার মেয়ের জামাই ইলিয়াস ও তার ছেলে আকাশ শেখ তিনজনে মিলে আমার কাজ বাধা দেয়। জমির কাজে বাধা দেওয়া ছাড়াও তারা তিনজন আমার ও আমার মেয়ের ওপর হামলে পড়ে। তিনি বলেন, এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে বুকে আঘাতসহ তার গোপনাঙ্গে আঘাত করে। এছাড়া আমার পরনের শাড়ি কাপড় ছিড়ে ফেলে তারা। প্রচন্ডভাবে আঘাত করে আমার পুরো শরীরে।  

তিনি জানান, পরে এলাকার স্থানীয়রা এসে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান। 


এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here