নতুন বছরের প্রথম দিনে একটি পরিবারের মুখে হাসি ফুটালো উৎস পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০১, ২০২৩

নতুন বছরের প্রথম দিনে একটি পরিবারের মুখে হাসি ফুটালো উৎস পরিবার

নতুন বছরের প্রথম দিনে একটি পরিবারের মুখে হাসি ফুটালো উৎস পরিবার
নতুন বছরের প্রথম দিনে একটি পরিবারের মুখে হাসি ফুটালো উৎস পরিবার


শরিফুল হাসান,ফরিদপুর প্রতিনিধি:

নতুন আলোর সন্ধানে উৎস সোশ্যাল অর্গানাইজেশন এর ছুটে চলা এর ধারাবাহিকতায় নতুন বছরের নতুন দিনে একটি পরিবারের মুখে হাসি ফুটালো।


ফরিদপুর সদরে ধলার মোড় এলাকায় একটি অসহায় পরিবার খুব কষ্টে দিন পার করতেছে। এই বিষয়টি উৎস পরিবারের কাছে কেউ জানায়। তারপর উৎস টিম সেই পরিবারের খোঁজ খবর নেয়। সেই পরিবারের আয় করার মত কেউ নেই ,অসুস্থ স্বামীকে নিয়ে আমেনা বেগমের অনেক কষ্টে দিন কাটে। সত্যতা জানার পরে সিদ্ধান্ত নেয়, এই অসহায় পরিবারের জন্য উৎস পরিবার কিছু করবে, তাদের পাশে থাকবে সেই ভাবনা সেই কাজ।


রবিবার (১ জানুয়ারি) বিকালে উৎস সোস্যাল অর্গানাইজেশন এই অসহায় পরিবারকে নতুন আশার আলো জাগিয়ে তোলার জন্য আমেনা বেগম কে আশার আলো স্টোর উপহার দিলো।


উপহার দেওয়ার প্রোগ্রামে এ সময় উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন, উৎসের সংগঠনের সভাপতি দিদারুল আলম (দিদার) সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম অয়ন সহ উৎসের      

অন্যান্য সদস্যগন।


সংগঠনের সভাপতি দিদারুল আলম বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন সব সময় মানুষের পাশে থাকতে পারি যে কোন পরিস্থিতি, আমরা এখন ১০০ ভলেন্টিয়ার নিয়ে কাজ করে যাচ্ছি সবার সহযোগিতা পেলে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো উৎস সোশ্যাল অর্গানাইজেশন কে।


তিনি আরো বলেন, এই মহান কাজে যারা সহযোগিতা করেছে তাদেরকে উৎস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তাদের সব সময় মানুষের জন্য কিছু করার তৌফিক দান করে আমিন।



Post Top Ad

Responsive Ads Here