ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের শ্রী ধাম শ্রী অঙ্গনে অসহায় দুঃস্থ, মহানাম সম্প্রদায়ের বিভিন্ন মন্দির, মহন্ত সম্প্রদায়, হরিজনপল্লীর শীতার্ত গরীব দুঃস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শ্রীধাম শ্রী অঙ্গনের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল তিনটায় এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সহ-সম্পাদক শ্রীমৎ পরাশার বন্ধু ব্রহ্মচারী, কোষাধক্ষ্য শ্রীমৎ বন্ধু কল্যাণ মত ব্রহ্মচারী, কার্যনির্বাহী সদস্য শ্রীমদ বন্ধু কিশোর ব্রহ্মচারী প্রমূখ।