রান্নার গ্যাস বিক্রি হচ্ছে প্লাস্টিক ব্যাগে ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০১, ২০২৩

রান্নার গ্যাস বিক্রি হচ্ছে প্লাস্টিক ব্যাগে !

রান্নার গ্যাস বিক্রি হচ্ছে প্লাস্টিক ব্যাগে !
রান্নার গ্যাস বিক্রি হচ্ছে প্লাস্টিক ব্যাগে !


আন্তর্জাতিক ডেস্ক/সময় সংবাদ:

আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানে সংকটের একটি দৃশ্য সম্প্রতি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সিলিন্ডারের অভাবে দেশটিতে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে। খবর আনন্দবাজারের।


ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা গেছে, বিশাল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস। আর সেই প্লাস্টিকের ব্যাগেই গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা! 


বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লাস্টিকের ব্যাগের রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়।


এই প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। গত দুই বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় হাঙ্গু শহরে বাসিন্দারা রান্নার গ্যাস থেকে বঞ্চিত।


এরই মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে এই দৃশ্য প্রকাশ্যে আসায় অনেকেই শিউরে উঠছেন। কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা।


তবে গ্যাস বিক্রি করা ঐ প্লাস্টিকের ব্যাগগুলো বিশেষভাবে তৈরি। তাতে নজেল ও ভাল্ব লাগানো রয়েছে। এক একটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে এক ঘণ্টা সময় লাগছে বলে ঐ প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।


তবে এভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এক একটি শক্তিশালী বোমার মতো গ্যাসভর্তি ঐ প্লাস্টিকের ব্যাগগুলো।



Post Top Ad

Responsive Ads Here