কুয়াকাটায় হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকির অভিযোগে সমন জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০৫, ২০২৩

কুয়াকাটায় হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকির অভিযোগে সমন জারি

কুয়াকাটায় হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকির অভিযোগে সমন জারি
কুয়াকাটায় হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকির অভিযোগে সমন জারি


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদারকে হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে সমন দিয়েছে আদালত। 


বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান-এর আদালত এ আদেশ জারি করেন।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কুয়াকাটা কেরানিপাড়ার চুচিং মং রাখাইন বিজ্ঞ আদালতে ০৩ মার্চ ২০২২ তার বড় ভাই সুইচিং মং রাখাইনের হত্যা মামলা প্রত্যাহারে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি প্রদর্শনের অভিযোগে আদালতে মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মো. বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এবিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মো.  আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারীর আদেশ দেন।


Post Top Ad

Responsive Ads Here