মাঝরাত থেকে ঘন কুয়াশার পূর্বাভাস |
আবহাওয়া ডেস্ক/সময় সংবাদ:
সারাদেশে আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা হ্রাস পাবে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া এবং শ্রীমঙ্গলে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজার এবং টেকনাফে।
সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।