মেহেরপুরে জাতীয় পার্টি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুরে জাতীয় পার্টি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা করেছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে মেহেরপুর বাসস্টান্ডে হোটেল ফিন ফুড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি’র ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মেহেরপুর জেলা জাতীয় পার্টি’র যুগ্ন আহবায়ক কেতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় পার্টি’র আহবায়ক আব্দুল হামিদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি’র সদস্য আব্দুল মান্নান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি’র সদস্য বাবলু হোসেন,মোঃ কুতুব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি’র সদস্য মামলত হোসেন,আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি কাজী সামসুল হক,গাংনী উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক আবেদ আলী খান প্রমুখ। এর আগে কেক কেটে জাতীয় পার্টি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় পার্টি’র সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।