কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০২, ২০২৩

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন
কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন


মহুয়া জান্নাত মনি রাঙামাটি  প্রতিনিধি:

বর্ষ বিদায় ও নতুন ইংরেজি  নববর্ষ বরণে রাঙামাটির  কাপ্তাইয়ে আতশবাজির বর্ণিল আলোকছটায় রঙিন হলো কাপ্তাইয়ের আকাশ। ফানুস বাতি উড়িয়ে জানান দেওয়া হলো নতুন বর্ষ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, এসো আমরা আরোও রঙিন হই, আলোকিত হই, মৈত্রী প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর পৃথিবী গড়ি।


 তেমনটি আয়োজনে ভরপুর ছিল কাপ্তাই  ওয়াগ্গাছড়া   রিভার ভিউ পার্ক এন্ড পিকনিক স্পটে। এই উপলক্ষে বছরের শেষ দিন শনিবার  কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত  ওয়াগ্গা ছড়া রিভার ভিউ পার্কে পর্যটকদের আনন্দের জন্য জমকালো ওপেন এয়ার কনসার্ট, ফানুস উড়ানো ও আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি পার্কে পাহাড়ের ঐতিহ্য এবং বাঙ্গালী সংস্কৃতির মেলবন্ধনে এক মেলার আয়োজন করা হয়। 


শনিবার বছরের শেষদিন রিভার ভিউ পার্কে গিয়ে দেখা যায়, দুরদুরান্ত থেকে আগত হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠে পর্যটনকেন্দ্রটি। এছাড়া পর্যটকেরা ঘোরাঘুরি করার পাশাপাশি মুক্ত মঞ্চে বসে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উপভোগ করেন চট্টগ্রামের নন্দিত শিল্পীদের পরিবেশনায় ওপেন এয়ার কনসার্ট। এইসময় শিল্পীদের সাথে পার্কে আগত দর্শকরাও গলায় সুর তোলেন। পার্কে পর্যটকদের জন্য আয়োজিত মেলায় হরেক রকমের পাহাড়ী এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ দোকানপাঠ বসে। যেখানে পর্যটকেরা পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, প্রসাধনী, দেশীয় হাতের তৈরি শাড়ি, পাঞ্জাবী কিনছে। এছাড়া দেশীয় ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও খাবারের দোকানে পর্যটকদের ভিড় ছিল  চোখে পড়ার মতো। 


কাপ্তাই ওয়াগ্গাছড়া রিভার পার্কে মেলায় অংশ নেওয়া সাতরং স্টলের উদ্যোক্তা জ্যাকলিন তনচংগ্যা জানান, আমার স্টলে হরেক রকমের পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যাচ্ছে। বেচা বিক্রি অনেক ভালো হচ্ছে বলে জানান। 

 মেলায় অংশ নেওয়া দ্যা হেন্ডপেন্ট ক্রেপ্ট স্টলের উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টি জানান, তার স্টলে দেশীয় তৈরি হাতের কারুকাজ করা শাড়ি, পাঞ্জাবী সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।


মেলায় পিঠা স্টলের উদ্যোক্তা ইন্না রহমান জানান, আমার স্টলে ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করা হরেক রকমের পিঠা, পুলি, কেক সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রয় করা হচ্ছে। তিনিও জানান, দেশীয় পিঠা ক্রয়ে বেশি আগ্রহ দেখা গেছে পর্যটকদের। 


এদিকে ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে ঘুরতে আসা ছোট্ট শিশু সাইফ হোসেন ও তাহিয়া নুর জানান,  পার্কে এসে ট্রেনে চড়তে পেরে অনেক আনন্দ লাগছে, আমরা এখানে খেলাধুলা ও বিভিন্ন রাইডে চড়তে পেরে অনেক খুশী।


এছাড়া পার্কে আসা কাপ্তাইয়ের চন্দ্রঘোনার বাসিন্দা  আলম জানান, পরিবার পরিজন নিয়ে বছরের শেষ দিন রিভার ভিউ পার্কে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। 


পার্কে আগত কলেজছাত্রী ঝিমু জানান, আমি আমার বান্ধবীসহ আজ বর্ষ বিদায়ে রিভার ভিউ পার্কে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়াতে আরো বেশী ভালো লাগছে।


এদিকে শনিবার সন্ধায় রিভারভিউ পার্কে ফানুস উড়ানো এবং আতশবাজি প্রদর্শনীতে অংশ নিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ।  এসময় সীপকস উপশাখা কাপ্তাইয়ের   সাধারণ  সম্পাদিকা মোটুসি খন্দকার সহ বিজিবির পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।  এরআগে বিজিবির আয়োজনে অনুষ্ঠিত  খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।




Post Top Ad

Responsive Ads Here