১২ কিলোমিটার টেনে নিয়ে গেল প্রাইভেট কার |
আন্তর্জাতিক প্রতিবেদক/সময় সংবাদ:
নতুন বছরের মধ্যরাতে নিজের স্কুটারে যাচ্ছিলেন তরুণী। পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির নিচে পড়ে যান তরুণী, আটকে যায় পোশাকও। ওই অবস্থাতেই গাড়ি পাড়ি দেয় ১২ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লির সুলতান পুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত গাড়ি টানতে টনাতে নিয়ে গিয়েছে ওই তরুণীকে। নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে ওই তরুণীর দেহ।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়িতে পাঁচ জন ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাত ৩টা ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুম একটি ফোনকল পায়। তাতে জানানো হয়, একটি প্রাইভেট কারকে একটি দেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। ভোররাত ৪টা ১১ মিনিটের দিকে পুলিশ আরেকটি ফোনকল পায়। ওই সময় জানানো হয়, এক নারীর দেহ রাস্তায় পড়ে রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত ওই নারীর নাম অঞ্জলি। তিনি আমান ভিহার এলাকার বাসিন্দা ছিলেন।
অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি।
এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি নারী কমিশনের প্রধান সাথী মালিওয়াল। একটি টুইট করে তিনি বলেন, দিল্লির কুঞ্জাওয়ালায় এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। তার পোশাক একটি গাড়িতে আটকে যাওয়ার পর তাকে কয়েক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এটি অত্যন্ত ভয়ংকর ঘটনা। বিষয়টি দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছি। সত্যিটা বেরিয়ে আসা দরকার।