নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার ৪দিন পর উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০২, ২০২৩

নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার ৪দিন পর উদ্ধার

নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার ৪দিন পর উদ্ধার
নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার ৪দিন পর উদ্ধার 


ভোলা সংবাদাতা:

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৩নং ওয়ার্ডের লাহারী বাজার সংলগ্ম থেকে এক নববধূ কে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ২৮শে ডিসেম্বর পশ্চিম ইলিশার লাহারী বাজার এলাকায়।


অভিযুক্ত প্রেমিক সোহেল পশ্চিম ইলিশার ৩নং ওয়ার্ডের আবদুল মানিকের ছেলে। 

প্রেমিকার বাবা আবদুল মালেক জানান, গত এক মাস আগে আমার মেয়ে কে বিবাহ দিয়েছি ভোলার ওয়েস্টার্ন পাড়া নামক জায়গায়।  আগামী ১১জানুয়ারী আমার মেয়েকে তুলে নিবে বরপক্ষ। এর মধ্যে গত ২৮শে ডিসেম্বর থেকে মেয়ে কে খুঁজে পাচ্ছি না। তাই ২৯ তারিখে থানায় একটি জিডি করেছি যার নং-১৫৩০। 

এদিকে আজ রাত ১০ টার পর খবর পেয়েছি আমার মেয়েকে আমাদের প্রতিবেশী মানিকের বিবাহিত ছেলে জোরপূর্বক তুলে নিয়ে চরনোয়াবাদ এক বাসায় আটকে রেখেছে। সেখান থেকে আমরা উদ্ধার করেছি। 


ভিক্টিম নববধূ জানান,আমি জন্ডিস নামাতে গেলে আমার সাবেক প্রেমিক সোহেলসহ ৪/৫ জনে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে চরনোয়াবাদ একটি ঘরের মধ্যে আটকে রাখে এবং নেশার মত কি যেন দিয়ে আমাকে আটকে রেখে নির্যাতন করে। 


এ ঘটনায় মামলা না করার জন্য প্রভাবশালী একটি মহল মেয়ের পরিবার কে নানান ভাবে হুমকি দিচ্ছে বলেও জানা গেছে। 

অভিযুক্ত সোহেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 


ভোলা থানার এস আই কবির উকিল বলেন, মেয়ের পরিবার আমাকে উদ্ধারের বিষয়টি জানিয়েছে। আগামী কাল সকালে আসতে বলেছি। 


ভোলা সদর থানার ওসি শাহীন ফকির জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here