আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০১, ২০২৩

আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন

আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন
আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন


আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনা আমতলী উপজেলার ৬১ হাজার ১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন করা হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। রবিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।


জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বই উৎসবের আয়োজন করেন। আমতলী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও ইবতেদায়ীর ৬১ হাজার ১৬৬ নতুন শিক্ষার্থীদের মাঝে এ বই নতুন বিতরন করা হয়। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৫৬৬, মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ৮০০, মাদ্রাসায় ৮ হাজার ১০০ এবং ইবতেদায়ী মাদ্রাসার ১০ হাজার ৭০০ শিক্ষার্থী। 


এদিকে বই না আসায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরন করা সম্ভব হয়নি। বই আসা মাত্রই এ সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হবে বলে নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।


ররিবার আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে বই বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড, মোঃ মিজানুর রহমান সিকদার, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।   



Post Top Ad

Responsive Ads Here