নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমায় ৬৪ বিয়ে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ২০, ২০২৩

নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমায় ৬৪ বিয়ে

নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমায় ৬৪ বিয়ে
নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমায় ৬৪ বিয়ে


নিজস্ব প্রতিনিধি:


গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।


ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জ তাবলিগকর্মী জালাল মিয়া জানান, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়।


এরমধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।


এ ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জুবায়রুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিগুলোর জন্য দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।



Post Top Ad

Responsive Ads Here