আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে মত বিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৯, ২০২৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে মত বিনিময়

 



সঞ্জিব দাস, ফরিদপুর :
একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মদিন ১০ই জানুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা সোমবার বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা  মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


এতে কালিদাস কর্মকারের পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন কালিদাস কর্মকারের বড় মেয়ে আমেরিকা প্রবাসী কংকা কর্মকার। 
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বিকাল চারটায় বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও  সাংস্কৃতিক অনুষ্ঠান।



এসময়  উপস্থিত ছিলেন কালিদাস কর্মকারের ছোট বোন সঞ্চিতা কর্মকার, ভাই প্রশান্ত কর্মকার, দেবদাস কর্মকার, ছোট ভাইয়ের বৌ হাসি তালুকদার, কালিদাস কর্মকারের ভগ্নিপতি কিশোর কুমার, ভাগ্নে আমিনুল ইসলাম বাবু।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here