ফরিদপুর প্রতিনিধি :
বিএনপি প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদল।
আজ বিকেলে ফরিদপুর শহরের বনলতা হলের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জাজাসের জেলার সভাপতি সৈয়দ রাশেদুল আলম তুহিন, বিএনপি নেতা মোঃ কাউয়ূম মোল্লা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু সহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এসময় পিংকু বলেন, গত ১৫ বছর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এই সরকার। তারা অবৈধ ভাবে ক্ষমতায় থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আগামী নির্বাচনে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে তিনি জানান।
এসময় বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।