জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার খতম বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৩

জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার খতম বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত

জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার খতম বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত
জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার খতম বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বৃহৎ ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার খতম বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১৩ ফেব্রুয়ারী) দুপুরে মাদ্রার প্রঙ্গনে  এই খতম বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উক্ত খতম বুখারী ও দুআ মাহফিলে দরস প্রদান ও বয়ান পেশ করেন বিশ্ববিখ্যাত বিদ্যাপিঠ দারূল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সাবেক শিক্ষা সচিব আল্লামা আফজাল কাইমুরী (দা.বা.) ভারত। তিনি হিন্দি ভাষায় ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।


তিনি নামাজ,কোরআন এবং হাদিসের গুরুত্ব নিয়ে বলেন,‘আল্লাহ্ মুসলিম উম্মাহর জন্য কোরআন নাযিল করেছেনে।কোরআনের কথা কিভাবে পালন করবেন সেটা নবী হযরত মুহাম্মাদ(সাঃ) বলে গেছেন। আলেমরা সেভাবেই কোরআন ও হাদিসেন জ্ঞান শেখাচ্ছেন,তাই কোরআন ও হাদিস সঠিকভাবে শেখার জন্য মাদ্রাসার বিকল্প নেই  ’। 


অত্র জামিয়ার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুস সবুর এর সার্বিক পরিচালনায় এ সময় স্থানীয় আলেম-ওলামাগন,মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here