ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৩

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ!

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ!
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ!


নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের স্ত্রী হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন বিজ্ঞ আদালত।


সোমবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুর ২ টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। 


রায় ঘোষাণার  সময় আসামী মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন । তার বাড়ি রাজবাড়ী সদর উপজেরার  বিনোদপুর নিউকলোনী এলাকায়। 


মামলার বিবরণীতে জানা যায়,  ২০১৮ সালের ১৫ আগস্ট ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়ীতে গত ১৫ আগষ্ট তারিখের রাতে মো. সুমন শেখ তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রেখে পালিয়ে যায় ।


এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানা সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 


ফরিদপুরের  অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের সহকারি কৌসলী নবাব আলী মৃধা জানান, ১৮৬০ এর দন্ডবিধির ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।আসামি পক্ষ আপিল করতে চাইলে আগামী সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। 


তিনি আরো বলেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here