মানুষের কাটা হাত উদ্ধার করল দুলার হাট থানা পুলিশ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০২, ২০২৩

মানুষের কাটা হাত উদ্ধার করল দুলার হাট থানা পুলিশ!

 

মানুষের কাটা হাত উদ্ধার করল দুলার হাট থানা পুলিশ!
মানুষের কাটা হাত উদ্ধার করল দুলার হাট থানা পুলিশ! 

একে এম গিয়াসউদ্দিন,ভোলা প্রতিনিধি:


ভোলায় মানুষের কাটা হাত উদ্ধার করেছেন দুলার হাট থানা পুলিশ। সুত্র জানায় চরফ‍্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় তেতুলিয়া নদীর পাড় থেকে কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। 


বুধবার (১ ফেব্রয়ারী)  ডিএনএ পরীক্ষার জন্য উদ্ধারকৃত হাতটি ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


মঙ্গলবার রাতে দুলারহাট থানার বাংলাবাজার এলাকায় আমান ব্রিকস সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে পড়ে থাকা মানুষের কাটা হাতটি উদ্ধার করা হয়।


দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, স্থানীয়দের সহায়তায়  মঙ্গলবার রাতে মানুষের একটি কাটা হাত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাটা হাত নারী কিংবা পুরুষের তা  এখনও সনাক্ত করা যায়নি।আজ  ডিএনএ পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।উদ্ধারকৃত হাত নিয়ে জনমনে কৌতুহলের সৃস্টি হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here