ফরিদপুরে ১৫ই জুন থেকে তিন লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১২, ২০২৩

ফরিদপুরে ১৫ই জুন থেকে তিন লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ

 



ফরিদপুর প্রতিনিধি: 

আগামী ১৫ই জুন থেকে ১৮ই জুন পর্যন্ত ফরিদপুরে তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে বলে জেলার ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোঃ ডাঃ বদরুদ্দোজা টিপু জানিয়েছেন।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (১২ই জুন) বেলা ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সেবা ও পরিবারের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডেপুটি সিভিল সার্জন জানান, প্রতিবছর জানুয়ারী ও জুনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১৫ই জুন বৃহস্পতিবার থেকে ১৮ই জুন শনিবার পর্যন্ত ফরিদপুরে ৩ লক্ষ ৯ হাজার ৫'শত শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬৪ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ খাওয়ানো হবে।

তিনি আরো জানান- জেলায় মোট ১ হাজার ৯'শত ১৯টি কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো কর্যক্রম চলবে। এতে স্বাস্থ্য বিভাগের অধীনে ৫০৩ জন মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন মাঠকর্মী এবং ২৮৬৩ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। এছাড়া ৯টি তদারকি টিম থাকবে এবং ৩০৬ জন প্রথম সারির সুপার ভাইজার ও ৬৪ জন দ্বিতীয় সারির সুপার ভাইজার নিয়োজিত থাকবে।

তিনি বলেন- ২০১০ সাল থেকে এই ক্যাম্পেইন চলমান রয়েছে। এর ফলে বর্তমান আর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের তেমন দেখা যায় না। আশা করি, জেলায় শতভাগ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি সকল অভিভাবকদের স্বতঃস্ফূর্তভাবে শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে একটি ভিডিওচিত্র উপস্থাপনা করেন স্বাস্থা ও পুষ্টি বিভাগের মাহফুজুল ইসলাম।


এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সঞ্জিব দাস, সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা প্রমুখ।

এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here