বাঁশখালীতে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৩, ২০২৩

বাঁশখালীতে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাঁশখালীতে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বাঁশখালীতে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার 


মুহাম্মদ আনিসুর রহমান হানিফ,বাঁশখালী উপজেলা প্রতিনিধি:

বাঁশখালী প্রধান সড়কে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই মাধক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন বাঁশখালী উপজেলা পুলিশ। 


জানা যায়, এসআই (নিঃ) হাফিজের রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে করিয়া থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রীজ সংলগ্ন সড়কের উপর শুক্রবার (২ জুন) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করেন।


গ্রেফতারকৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া বালুখালী ১২ নং ক্যাম্প এ ব্লকের মো. শফির ছেলে মো. আবুল আলম (৩০) ও বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব গুনাগরী দীঘির পাড়ার মৃত আজিজুর হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২)। 


বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন (পিপিএম) বলেন, পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  বাঁশখালী থানার মামলা নং-০৫, তারিখ-০৩/০৬/২০২৩খ্রি:, ধারা-৩৬(১) সারণির ১০(গ)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা করা হয়।


Post Top Ad

Responsive Ads Here