বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে খুনের ঘটনায় ৬জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৫, ২০২৩

বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে খুনের ঘটনায় ৬জন আটক

 

বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে খুনের ঘটনায় ৬জন আটক
বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে খুনের ঘটনায় ৬জন আটক -ইনসেটে নিহত মেহেদী

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সালাম মৃধা এবং তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। 


ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- বিল্লাল মৃধা, শহিদ মোল্যা, গহুর, ওবায়দুর এবং তার দুই ছেলে সোহান ও শাওন।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত দশটার দিকে পার্শ্ববর্তী রায়পুর এলাকায় অবস্থিত হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, 'বিদ্যুৎ না থাকায় রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন। পরে ঘণ্টাখানেক পরে জানতে পারি কে বা কারা তাকে হত্যা করেছে।'


এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, 'শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।'


বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল ইসলাম বলেন, 'কয়েক দিন আগে ওই এলাকায় মেহেদির সঙ্গে তাঁর এক প্রতিবেশীর মারামারি হয়। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।'


এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'



Post Top Ad

Responsive Ads Here