কুষ্টিয়ায় আবারও খুন,জনমনে আতঙ্ক |
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ি থেকে তুষার মন্ডল জিম (২০)নাম এক যুবকের লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২ টার সময় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে তুষার মন্ডল জিম বাড়িতে না আসায় তার পরিবার খোঁজ খবর নিতে থাকে। আজ দুপুর ১২ টার সময় শহরের প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ির ৩ তলার সিড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিম লাশ পাওয়া যায়। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য ১২ জুন সোমবার সকালে কুষ্টিয়া সদরের আলামপুর বিত্তিপাড়ার মাঝামাঝি হাইওয়ে রোডের সাথে মাছের ঘেরে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ ।একইদিনে বিকেল ৪ টার দিকে আবারও ঢাকা থেকে ১১ জনের বন্ধুদের টিম কুষ্টিয়ার গড়াই নদীতে ব্রীজের নিচে গোসল করতে নামে । কিছুক্ষন পরেই তিন বন্ধু অল্প স্রোতেই তলিয়ে যেতে থাকে এবং অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিঁখোজ হয় ।দুর্ঘটনার সাথে সাথে কুষ্টিয়ার জেলা প্রশাসক ,পুলিশ সুপার সহ ফায়ার সার্ভিস এর ডুবুরী টিম ঘটনাস্হলে এসে অনেক খোজাখুজির পরও আজ পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি ।