মেহেরপুরে অটোবাইক চালক হত্যাকান্ডের ১২ ঘন্টায় ২ আসামি গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১২, ২০২৩

মেহেরপুরে অটোবাইক চালক হত্যাকান্ডের ১২ ঘন্টায় ২ আসামি গ্রেফতার

মেহেরপুরে অটোবাইক চালক হত্যাকান্ডের ১২ ঘন্টায় ২ আসামি গ্রেফতার
মেহেরপুরে অটোবাইক চালক হত্যাকান্ডের ১২ ঘন্টায় ২ আসামি গ্রেফতার


মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুর শহরে আবাসিক হোটেল এজাজে চাঞ্চল্যকর অটোবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলার ২জন আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


 গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ। 


গতকাল সোমবার (১২ জুন) ভোররাতের দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার গোপালপুর থেকে রাজু শেখ ও কানারাইল গ্রাম থেকে বিপ্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়। 


অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবি’র ওসি সাইফুল ইসলাম, এসআই কেএম রেজাউল আশরাফ আলীসহ পুলিশ এবং ডিবির সদস্যরা এই অভিযানে অংশ নেন। 


ডিবি’র ওসি সাইফুল ইসলাম জানান,সোমবার ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পল্লব বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাজু শেখের শ্বশুরবাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তী মোতাবেক সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অটোবাইক ছিনতাইএর উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয় বলে জানা গেছে।


 ওসি সাইফুল ইসলাম আরও জানান,তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের মোবাইল ট্রাকিং করে লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে আব্দুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করতে আমরা সক্ষম হয়েছি। হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের দ্রত আটক করা হবে বলে জানান তিনি। 


উল্লেখ্য, গত রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ প্লাাজার এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২)এর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।


Post Top Ad

Responsive Ads Here