কৃষাণের ছদ্মবেশে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৩, ২০২৩

কৃষাণের ছদ্মবেশে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

কৃষাণের ছদ্মবেশে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
 কৃষাণের ছদ্মবেশে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারি শরিফুল ইসলাম শেখকে (৪০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৩ জুন)  সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিফুলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বিচারাধীন রয়েছে এবং পাঁচ বছরের সাজা পরোয়ানার পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে এর আগে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু তা সফল হয়নি। তবে এবার লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে কৃষাণ হিসেবে ছদ্মবেশে পর্যবেক্ষণে এ অভিযান সফল করা সম্ভব হয়েছে।


ওসি আরও বলেন,  উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হবে।



Post Top Ad

Responsive Ads Here