কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালীতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এক জেলে।
জানা গেছে, রবিবার(৪ জুন) বিকালে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বৌলা কান্দা গ্রামের মাহাতাব হোসেন হাওলাদার (৬৪) বিভিন্ন কারণে স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি করে এক পর্যায়ে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: জাকারিয়া জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ থানায় আছে। সোমবার পিরোজপুরের মর্গে পাঠানো হবে। তদন্ত করে দেখা হচ্ছে।