নগরকান্দায় ৫০ পিচ ইয়াবা সহ আটক কথিত স্বামী-স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১১, ২০২৩

নগরকান্দায় ৫০ পিচ ইয়াবা সহ আটক কথিত স্বামী-স্ত্রী

নগরকান্দায় ৫০ পিচ ইয়াবা সহ আটক কথিত স্বামী-স্ত্রী
নগরকান্দায় ৫০ পিচ ইয়াবা সহ আটক কথিত স্বামী-স্ত্রী


 নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের হাতে ৫০ পিচ ইয়াবা সহ স্বামী - স্ত্রী পরিচয়কারী দুইজন কে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। 


৯ জুন শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা  থানাধীন কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের মধু মিয়ার বাড়ি থেকে  ৫০ পিচ ইয়াবা সহ স্বামী - স্ত্রী পরিচয়কারী দুইজন কে আটক করে।আটক দুই ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা লেদা গ্রামে। 


আটক দুইজন হলেন ১। মোঃ আনাচ ওরফে জালালউদ্দিন বাপ্পি(২৮) পিতা নুর হোসেন ওরফে নুর মোহাম্মাদ, গ্রাম - লেদা, থানা - টেকনাফ জেলা - কক্সবাজার। ২।শাহিন আক্তার বেলি ওরফে রেখা (২৩) পিতা - দিল মোহাম্মাদ গ্রাম - চকরিয়া , থানা- চাকরিয়া, জেলা - কক্সবাজার। 


মামলার বাদী এস আই কিবরিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ১০ হাজার পিস ইয়াবার বড় একটি চালান নিয়ে কাইচাইল মধু মিয়ার বাড়িতে লোক সহ অবস্থান করছে আমরা ঘটনা স্থানে সেই বাড়িতে যাই বাড়ির লোকজন পালিয়ে গেলেও  এক যুবক ও এক যুবতী নারী সহ দুইজনকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করি এবং মালামাল জব্দ সহ দুইজন কে নগরকান্দা থানায় সোপর্দ করি।


নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার ১০ জুন মাদকদ্রব্য নিয়মিত আইনের তাদেকে  জেলখানায় পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here