নওগাঁয় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

নওগাঁয় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

নওগাঁয় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক
নওগাঁয় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর মহাদেবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মামুনুর রশীদকে (৪০) আটক করেছে র‌্যাব ।


মঙ্গলবার ভোরে নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। আটক মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদীঘি থানার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 


র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক মামুনুর রশীদ পলাতক ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here