পদ্মায় ধরা পড়েছে ১৯ কেজি ওজনের কাতলা |
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার পেয়াজখালী এলাকার পদ্মা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার(১০ জুন) দুপুরে স্থানীয় জেলেদের বড় ফাঁস ওয়ালা কারেন্ট জালে মাছটি ধরা পরে।
সেখান থেকে শনিবার সন্ধায় চরভদ্রাসন উপজেলা সদর বাজারের মাছ ব্যাবসায়ী ইখলাছ ফকির (৫৫) মাছটি বিক্রি করার জন্য চরভদ্রাসন বাজারে এনেছেন। মাছটির দাম হাকাচ্ছে ২৫ হাজার টাকা।
মাছ ব্যাবসায়ী ইখলাছ ফকির জানায়, শনিবার দুপুরে পদ্মা নদীর পেয়াজখালি মৌজার জলমহালে জেলেরা বড় ফাঁস ওয়ালা কারেন্ট জাল পাতে। কিছুক্ষণ পর ১৯ কেজি ওজনের কাতলা মাছটি জালে জড়িয়ে পড়লে জেলেরা অনেকক্ষন চেষ্টার পর মাছটি শিকার করেন। ওই দিন বিকেলে পদ্মার পারে একটি বাজারে মাছটি নিলাম ডাকলে ১৮ হাজার টাকা দিয়ে তিনি কিনে আনেন । পরে কাতলা মাছটি কেটে ২৫ ভাগ করে ভাগাভাগি করে বিক্রি হয় ২৫ হাজার টাকা।